আনলিমিটেড প্রজেক্ট (aia) ফাইল এবং এক্সটেনশন (aix) ফাইল ডাউনলোড করুন । থাংকেবল

aia and aix files

আপনারার যারা থাংকেবল ব্যবহার করে এন্ড্রোয়েড এ্যাপ্লিকেশন বানান, তাদের জন্য আজ আমি কিছু প্রয়োজনীয় এক্সটেনশন (aix) এবং কিছু প্রজেক্ট (aia) কালেকশন করে একটি এ্যাপ বানিয়েছি যার মাধ্যমে আপনারা সহজেই এ্যাপ প্রজেক্ট ডাউনলোড করে এ্যাড কোড পরিবর্তন করে এবং প্রয়োজনীয় ইডিট করে একটি এ্যাপ বানাতে পারবেন। আর অনলাইন এ্যাপ ডিভেলোপারদের জন্য সংগ্রহকৃত এক্সটেনশন (এআইএক্স) ফাইলগুলো এ্যাপ বানাতে যথেষ্ট সাহায্য করবে। আপনাদের সারা পেলে আরো নতুন নতুন ফাইল আপলোড করা হবে। এই এ্যাপে যেসকল এআইএ এবং এআইএক্স ফাইল পাবেন তা হলোঃ




প্রজেক্ট (এআইএ) ফাইলঃ

➧ প্রায় ৫০ টিরো বিশী ফাইল এখানে কালেক্ট করা হয়েছে যা আপনি মাত্র একটি ক্লিক করেই ডাউনলোড করতে পারবেন। প্রয়োজন এবং ব্যবহারকারীর সারা পেলে আরো ফাইল আপলোড করা হবে। আপনাদের প্রয়োজন অনুযায়ী নিচে কমেন্ট বক্সে কমেন্ট করলে তা দেওয়ার চেস্টা করবো ইনশাহ্আল্লাহ।

শতর্কীকরণঃ এই এ্যাপে প্রদানকৃত এআইএ ফাইলগুলো আপনি ডাউনলোড করে থাংকেবল, এ্যাপ্পিবুইল্ডার বা কোডুলারের মাধ্যমে এ্যাপ বানাতে পারবেন তবে তা অবশ্যই প্রয়োজনীয় ইডিট করে এ্যাপ এক্সপোর্ট করবেন। নয়তে আপনার এ্যাপ প্লে কনসোল দ্বারা রিজেক্ট হতে পারে। আবার আপনি যদি এ্যাপ ক্লোজের সময় অর্থাৎ ইউজার যদি এ্যাপ ক্লোজের সময় কোন ইন্টারসিয়াল এ্যাড আসে তাহলে সেই এ্যাপ রিজেক্ট হবে। তাই এই ফাইলগুলো ভালোভাবে ইডিট করে ব্যবহার করবেন।

এ্যাপ ডাউনলোড লিংকঃ ক্লিক করুন।




এক্সটেনশন (এআইএক্স) ফাইলঃ

➧ এক্সটেনশন ফাইলগুলো আপনি চাইলেই অনলাইনে সার্স করেও ডাউনলোড করতে পারবেন। শুধুমাত্র আপনাদের হাতের কাছে এনে দেওয়াই এই আমার উদ্দেশ্য, তাছাড়াও অনেক এক্সটেনশন আছে পাওয়া যায় না, আমি সেগুলোকে সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। চাইলে আপনার প্রয়োজনীয় এক্সটেনশনের চাহিদা আমাদের কমেন্ট বক্সে জানাতে আপরেন আমি চেস্টা করবো তা আপলোড দিতে।

এ্যাপ ডাউনলোড লিংকঃ ক্লিক করুন।




এ্যাপটি ভালো লাগলে আমাদের জানাবেন আর এ্যাপ রিভিউ ও স্টার দিতে ভুলবেন না। ভালোথাকবেন। আল্লাহ্ হাফেজ।

2 comments:

  1. দাদা এই ফন্ট। মানে যেইটা আপনি ব্যবহার করছেন। তো আমি কিভাবে? কোথা থেকে পাবো? প্লিজ হেল্প করেন।

    ReplyDelete
    Replies
    1. এই সাইটে সার্স দেন Solaimanlipi লিখে। পুরা টিউটরিয়াল দেওয়া আছে। ধন্যবাদ।

      Delete

Address Verification in Just 2 Mints | Fake Bank Statement Free

Address Verification in Just 2 Mints | Fake Bank Statement Free Special Trick by Tani Forex in Urdu and Hindi. In this tutorial simple inf...

Powered by Blogger.